বরেণ্য সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে এনবিজেএফ’র শোক

360

মিরর বাংলাদেশ : একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক,বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আবু নাইম মোহা. মোস্তফা কামাল খানের (কামাল লোহানী) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ)-ঢাকা এর সভাপতি মোদাব্বের হোসেন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা।

শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের অংশগ্রহনের মাধ্যমে তিনি সবসময় সরব থেকে দেশ ও জাতিকে আলোর পথের সন্ধান দিতে আমৃত্যৃ নিবেদিত ছিলেন। তাঁর সরব পদচারণা ও কর্মযজ্ঞ এদেশের প্রতিটি মানুষকে প্রেরণা যোগাবে। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, কামাল লোহানী (৮৬) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।