বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন

700

বিবিসি : বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে কলোন ইনফেকশনে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

চার দিন আগে তার মা মারা যান। লকডাউনের কারণে মাকে শেষবারের মতো দেখতে যেতে পারেননি তিনি।

ইরফান খান স্লামডগ মিলিয়নিয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

অভিনয় করেছেন বলিউড ও হলিউডের বহু চলচ্চিত্রে।

বাংলাদেশে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর মূল ভূমিকাতেও অভিনয় করেছিলেন তিনি।

২০১৮ সালে এক টুইটার পোস্টে এই অভিনেতা জানান, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে।

পরে তিনি লন্ডনের একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন