মিরর বাংলাদেশ :
নির্বাচনী মাঠে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সাবেক সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন । এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী বীথিকা বিনতে হোসাইন।
রামগতি উপজেলার সকাল/বিকেলে তাঁর নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা করেন এবং জনগণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। তিনি। রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন (চৌধুরী বাজার) আজাদ মেমোরিয়াল হাইস্কুল ও চর গাজী ইউনিয়ন বড়খেরী ইউনিয়ন রামগতি বাজার মীর রোড পথসভা করেন বীথিকা বিনতে হোসাইন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাবু রামগতি-কমলনগর মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছিলেন এবং বহু মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। ২০২০-সালের ২৮ জুলাই ৪৯ বছর বয়সে বাবুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বীথিকা রামগতির জনগণের উদ্দেশ্যে বলেন,আপনারা যেভাবে বাবুকে বিশ্বাস করে ভালোবেসেছিলেন, আমি আপনাদের সেই বিশ্বাস ধরে রাখতে চাই। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে বেঁচে থাকতে চাই। আগামী সংসদ নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী হয়ে অংশগ্রহণ করব এবং আপনাদের এলাকার সমস্যাগুলো পূরণের আশা করি আগামীর রাষ্ট্রচিন্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে লক্ষীপুর-৪ রামগতি উপজেলার সেবাগ্রাম নাসির মার্কেট, আজাদ মেমোরিয়াল, চর রমিজ এবং রামদয়াল বাজারে পথসভা ও জন-সংযোগের কিছু স্থির চিত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী ও অর্পণ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রনেত্রী বীথিকা বিনতে হোসাইন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গাজী ও চর রমিজ ইউনিয়নের (রামগতি বাজার) তারেক রহমান ও জিয়া পরিবার নিয়ে ভাবনা শীর্ষক আলোচনা এবং ধানের শীষের পক্ষে গনসংযোগ করেন বীথিকা ।