বায়তুল মোকাররমকে রক্তাক্ত ও নিরপরাধ মুসল্লীদেরকে হত্যা করে আওয়ামীলীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করেছে – ড. আহমদ আবদুল কাদের

377

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের
বলেছেন,বায়তুল মোকাররমকে রক্তাক্ত এবং সারাদেশে নিরপরাধ মুসল্লীদেরকে হত্যা করে আওয়ামীলীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করেছে।

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত শুক্রবার সন্ধায় অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তী সমাবেশ এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, বর্তমান আওয়ামী সরকার পার্শ্ববর্তী একটি দেশের রাষ্ট্রপ্রধানকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের ১৮কোটি জনগণকে শত্রু ও প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। এই ঘটনা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।বর্বরোচিত ও নৃশংস এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আজকে ছাত্রলীগ-যুবলীগের যে সকল সন্ত্রাসীরা গুলি চালিয়েছে,প্রশাসনের যারা মুসল্লীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দেশের মানুষ আজ একদলীয় স্বৈরাচারের হাতে জিম্মি হয়ে পড়েছে।তিনি সরকারের এই ফ্যাসীবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই দিনে দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুনের সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমাদ ও জেলা সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এসএম মোসাদ্দেক, দেওভোগ মাদ্রাসার মুহতামিম ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ বজলুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হুসাইন, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম,সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গণী, খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ,বন্দর থানা সভাপতি মুফতী আবুল কাশেম, সোনারগাঁও থানা সভাপতি মুফতী সিরাজুল ইসলাম, রুপগঞ্জ থানা সাধারণ সম্পাদক এমদাদুল হক, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম এবং মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ জাহিদ হাসান প্রমূখ।