মিরর বাংলাদেশ : ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, লিফলেট বিতরণকালে মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।
মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। এই মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন মতিঝিল থানায় আছেন।