বিডিআর বিদ্রোহের সঙ্গে তারেক রহমানের যোগসূত্রতা তদন্ত হলে বেরিয়ে আসবে : হানিফ

316

মিরর বাংলাদেশ :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যোগসূত্রতা আছে, তদন্ত হলে তা বেরিয়ে আসবে।
শনিবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কাবাডি প্রতিযোগীতার উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।এ সময় সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সমুন প্রমুখ উপস্থিত ছিলেন।
‘পিলখানা হত্যাকান্ড একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মাহববুউল আলম হানিফ বলেন, এ হত্যাকান্ড চলাকালে লন্ডন থেকে তারেক রহমান একাধিকবার বেগম খালেদা জিয়াকে বাসা থেকে সরে যেতে বলেন। খালেদা জিয়া ওই দিন তড়িঘড়ি করে একটি সাদা রঙ্গের কালো গøাসের গাড়িতে চড়ে দু’দিন আত্মগোপনে চলে যান। কেন তারেক রহমান সেদিন তার মাকে বারবার বাসা থেকে সরে যেতে বলেছিল।
তিনি বলেন, কেন খালেদা জিয়া সেদিন বাসা থেকে বেরিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। এটাও জানার প্রয়োজন আছে। কারণ এ ঘটনার সাথে পিলখানা হত্যাকান্ডের একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়।
হানিফ বলেন, ‘সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছিল। সেটা কোন উদ্দেশ্যে। আমারও আশা করি এই হত্যাকান্ডের সঙ্গে তারেক রহমান ও বিএনপির একটা ষড়যন্ত্র আছে, যেটা উন্মোচিত হওয়া প্রয়োজন।’