মিরর বাংলাদেশ : রাজধানীর বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ২টা পর্যন্ত তল্লাশি চালিয়ে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড বাহিনী। উদ্ধার হওয়া শিশুসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করেছে।বিআইডাব্লিওটিএ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় এখনও জানা যায়নি। লঞ্জডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার।