বড় ক্ষতির আশঙ্কায় থানায় নারী সাংবাদিক সাজুর জিডি

482

মিরর বাংলাদেশ : কখনও দেশের বিভিন্ন জায়গা থেকে কল করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হচ্ছে। আবার কখনও কল আসছে দেশের বাইরে থেকে। এমন পরিস্থিতিতে যেকোনও সময় বড় ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন বেসরকারি টেলিভিশন জিটিভি’র বিশেষ প্রতিনিধি সাজেদা পারভীন সাজু। শঙ্কা থেকে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে পল্লবী থানায় ফোনে হুমকি ও ভয়ভীতির বিষয়টি জানিয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। এসআই বুলবুল সাধারণ ডায়েরিটি তদন্ত করার দায়িত্ব পেয়েছেন। ডায়েরিটির নম্বর ২২৬৩।
ফোনে হুমকি বিষয়ে সাংবাদিক সাজেদা পারভীন বলেন, ‘আমি মূলত প্রধানমন্ত্রীর সংবাদ কাভার করি। এছাড়া গত জাতীয় নির্বাচনের আগে পরে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ বিভিন্ন বিষয়ে সংবাদ করেছি। দীর্ঘদিন ধরেই দেখে নেওয়ার হুমকি, ভয়ভীতি দেখিয়ে আসছে একটি চক্র। কখনও দেশের ভেতর থেকে বিভিন্ন নম্বর থেকে আমার নম্বরে কল দিয়ে হয়রানি করে। আবার কখনও দেশের বাইরে থেকে কল দিয়ে হয়রানি করে। হুমকি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমার ইমেজ ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।’ ‘সর্বশেষ গত ২৫ আগ্সট দুপুর ১২টার দিকে আইপির মাধ্যমে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। বারবার এসব হুমকির কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে সাধারণ ডায়েরি করেছি।