ভবিষ্যতে সেনা কর্মকর্তা হতে চায় মেধাবী আপন

1110

ছবি: ছেলে আপনের সাথে বাবা শাহ মোহাম্মদ আসলাম  হোসেন 

মিরর বাংলাদেশ: মইনীয়া যুব ফোরামের  জেনারেল সেক্রেটারি নারায়ণগঞ্জের কৃতি সন্তান  শাহ মোহাম্মদ আসলাম হোসেন ও ইয়াসমিন আক্তার রাজির   ২য় সন্তান  রোবাইয়াত আল-হোসাইন (আপন) রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালের নভেম্বর অনুস্ঠিত

 জেএস সি পরীক্ষায় এ+ এবং বৃত্তি পেয়েছে। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী আপন  ভবিষ্যতে সেনা কর্মকর্তা হতে চায়। ছেলের জন্য দোয়া চেয়েছেন আসলাম হোসেন।