ভারতীয় অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন

1517

মিরর বাংলাদেশ :  পরপর জোড়া ধাক্কায় কেঁপে উঠল বলিউড। বুধবার প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর।

বুধবার শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। সংবাদমাধ্যমকে গতকাল এ কথা জানিয়েছিলেন তার বড় ভাই রণধীর কাপুর

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন ৬৭ বছরের ঋষি কাপুর। টানা এক বছর নিউ ইয়র্কে চিকিৎসা চলার পর ২০১৯ সালে তিনি রোগমুক্ত হয়ে মুম্বাই ফেরেন। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচএনএন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় তাকে। যদিও পারিবারিক সূত্রে জানানো হয়েছিল, সেই সময় ঋষির অবস্থা স্থিতিশীল।

ঋষির মৃত্যুর খবর টুইটে প্রথম জানান বলিউডের আরেক মহীরুহ অভিনেতা অমিতাভ বচ্চন। পরে সংবাদমাধ্যমকে ভাইয়ের মৃত্যুর খবর জানান রণধীর কাপুর