মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে নূর আহমেদ ভূঁইয়া-সোহেল (আহবায়ক-সদস্য)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল চারটায় চাষাড়ায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন নূর আহমেদ ভূঁইয়া-সোহেল (আহবায়ক-সদস্য স্বেচ্ছাসেবক দল)। এসময় সোহেলের নেতৃত্ব আনন্দ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’তে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার পর মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ভাই এক আনন্দ র্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জ-এর সর্বস্তরের নেতা কর্মীরা তাদের প্রিয় নেতা ভিপি রাজীবকে ভালোবাসায় সিক্ত করেন।
মিছিল শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, আপনারা যে যেখানে আছেন, ওয়ার্ড বা ইউনিয়নে প্রত্যেকে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি। ওইখানের নেতা শুধু আপনিই। আপনাকে দেখেই নারায়ণগঞ্জের মানুষ চিন্তা করবে জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের জন্য কি করবে।
মঙ্গলবার বিকেলে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাজীব আরও বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আপনারা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, পরিবার থেকে আলাদা থাকতে হয়েছে। আপনাদের আত্মত্যাগের কারণে এদেশ মুক্ত হয়েছে। আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও আমাদের লক্ষ্য এখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনা।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এ কর্মসূচি সফল করতে আমাদের প্রতিটি কর্মীকে একসঙ্গে কাজ করতে হবে।
রাজীব আরও বলেন, আমরা দলীয় কাজের মধ্যে গুণগত পরিবর্তন আনতে চাই। দলের ভিতরে অপশক্তি ও বিভেদ সৃষ্টি হতে দেয়া যাবে না। সকল নেতাকর্মীকে সম্মান দেখাতে হবে, তবেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।