মিরর বাংলাদেশ : বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে জনসচেতনতায় মানব কল্যাণ পরিষদ ২৪ মার্চ সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, নতুন কোর্ট চত্বর ও চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্বাবধানে করোনা ভাইসার সংক্রমণের ঝুঁকি রোধে করনীয় শীর্ষক জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারী। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ঘন ঘন হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ পরিস্কার করতে হবে এবং প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, হাচি-কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে ফেলুন। যেখানে সেখানে কফ ও থুথু ফেলা যাবে না। হাত দিয়ে নাক-মুখ ও চোখ স্পর্শ থেকে বিরত থাকতে হবে। জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বলেন, করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা দিলে আইইডিসিআর এর হট লাইন নম্বরে দ্রæত যোগাযোগ করতে হবে। এ সময় মানব কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মহাসচিব গোলজার হোসেন ভূইয়া, সাংগঠনিক সচিব মোহাম্মদ আনিস, অর্থসচিব মোঃ সাইফুল ইসলাম, দাতা সদস্য জামাল খান শাওন, আজীবন সদস্য রাসেল ইসলাম জীবন, সমাজকর্মী জি এম মোস্তফা, এড. মহসীন রানা, ইউসুফ আলী প্রধান, শারমীন আক্তার, রিয়া আক্তার, মরিয়ম আক্তার, আমেনা খাতুন, খোকন দাস সহ অন্যান্য সমাজকর্মীরা করোনা ভাইরাস সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন। এম এ মান্নান ভূঁইয়া বলেন, করোনা ভাইরাসকে নয়, আল্লাহকে ভয় করতে হবে। ইনশা-আল্লাহ বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাস থেকে দ্রæত মুক্তি পাবে। আল্লাহ সবার সহায় হোন।

