শাহীন তারেক,মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুটি কাঁচা বাজার লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
ঔ দুটি কাঁচা বাজার অতিরিক্ত জনসমাগম হবার কারনে অবশেষে লকডাউন ঘোষনা করে ঘিওর উপজেলা প্রশাসন।
স্থানান্তরিত বাজার দুটি হলো ঘিওর ডি, এন হাই স্কুল মাঠ ও বানিয়াজুরি স্কুল মাঠ। প্রায় এক মাস যাবৎ এ বাজার দুটি করোনা ভাইরাসের কারনে মধ্য বাজার থেকে সরিয়ে স্কুলের মাঠে বসানো হয়। কিন্তু বাজার দুটি ক্রেতা বিক্রেতা গাদাগাদি করে অতিরিক্ত ভীর করে সামাজিক দুরত্ব না মেনে চলাচল করার কারনে ঘিওর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে গনবিজ্ঞপ্তির মাধ্যমে বাজার দুটি লকডাউন করে দেন।
ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব জানান,জনসমাগমের কারনে বাজার দুটি লকডাউন ঘোষনা করা হয়। তবে ভ্যান গাড়িতে করে স্ব-স্ব এলাকাতে ভ্রাম্যমান বাজারের মাধ্যমে সকল প্রকার কাঁচা বাজার পরিচালনা করা হবে। তবে অতিরিক্ত দামে কেউ কোন দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারবেনা।