মানিকগঞ্জের দুটি ক্রীড়া সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ

771

শাহীন তারেক,মানিকগঞ্জ 

মানিকগঞ্জে দুটি ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে করোনা সংকটে কর্মহীন ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে জেলা শহরের বান্দুটিয়া চকপাড়ায় ১৩৫ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজ বিতরণ করে মেঠোপথ স্পোর্টিং ক্লাব। সংগঠনিটির প্রধান উপদেষ্টো জিয়িাউদ্দিন আহাম্মেদ কবীর, উপদেষ্টা রেজাউল ইসলাম সজিব, সভাপতি ইসহাক আহমেদ, কার্যকরী সভাপতি ফিরোজ হোসেন এবং সাধারণ সম্পাদক আবু সাইদ খান লাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণকালে উপস্থি ছিলেন।