মানিকগঞ্জের শিবালয় পাটুরিয়া ঘাটের ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্র সহায়তা

500

মানিকগঞ্জের শিবালয় পাটুরিয়া ঘাটের ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্র সহায়তা

স্টাফ রিপোর্টার,  মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের হোটেল-শ্রমিক, হকার, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেছে।

শনিবার সকালেমানিকগঞ্জ-১সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনমজুর ও অসহায় ৩৩০টি পরিবারের খাদ্র সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, শিবালয় থানা ওসি মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মাসুম খান প্রমুখ।

অপর দিকে বিকালে শিমুলিয়া ইউনিয়নের দিনমজুর ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিবালয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা পৌঁছে দেন।