মানিকগঞ্জের সাটুরিয়ায় বজ্রপাতে কলেজ ছাত্রীর মৃত্যু

1057

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় বজ্রপাতে সাবানা আক্তার (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত সাবানা রাইল্যা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী।

নিহত সাবানার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে সাবানা বাড়িতে গৃহস্থালি কাজ করার সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত মানিকগঞ্জে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।