স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন।
মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বুধবার রাত সোয়া দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই মেডিকেল অফিসার বৃহস্পতিবার নাইট ডিউটি করে শুক্রবার ঢাকায় মোহাম্মপুরে তার বাসায় চলে যান। বৃহস্পতিবার তার হালকা কাশি ছিল ।কাশির মাত্রা বৃদ্ধি পাওয়ায় সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য রক্তসহ নমুনা দেন।
বুধবার (২২ এপ্রিল) রিপোর্টে তার দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি এখন ঢাকার মোহাম্মদপুর নিজ বাসায় আইসোলেশনে আছেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহিদুর রহমান খান তার ফেসবুক আইডিতে লিখেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিংগাইর মানিকগঞ্জের মেডিকেল অফিসার করোনা আক্রান্ত (দোয়া করি )আমরা কয়েকজন হোম কোয়ারেন্টাইনে।