শাহীন তারেক,মানিকগঞ্জ
মানিকগঞ্জে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম জরিনা বেগম (৫৮)।
তার বাড়ী পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার মৃত আব্দুল আলীর স্ত্রী । তিনি মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের কর্মী ছিলেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আরশাদুল্লাহ জানান, মঙ্গলবার বিকেলের দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে তাকে আইসলেশনে ভর্তি করা হয়। আজ বুধবার বেলা ৫ টার দিকে তার মৃত্যু হয় ।
তিনি আরো বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না- তা নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।