মানিকগঞ্জে আরও ১৬জনসহ ৩৬১জনের করোনা শনাক্ত

504

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৩৬১ জন। নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় পাঁচ জন, সাটুরিয়া, সিংগাই্র ও হরিরামপুর উপজেলায় তিনজন করে এবং ঘিওর ও শিবালয় উপজেলায় রয়েছেন একজন করে। আজ (মঙ্গলবার) সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা।

তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট তিন হাজার ৪৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন হাজার ১২৮টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩৬১ জনের দেহে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০৫ জন, সাটুরিয়া উপজেলায় ৭২জন, সিংগাইর উপজেলায় ৬৮ জন, ঘিওর উপজেলায় রয়েছেন ৫০ জন, হরিরামপুর উপজেলায় ৩১, শিবালয় উপজেলায় ২৬ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ৯জন।’