শাহীন তারেক, মানিকগঞ্জ
মানিকগঞ্জে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ বছরের ১ নারী এবং ঘিওর ও সাটুরিয়া উপজেলার ২ জন যুবক।
আজ (শুক্রবার)সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই ৩জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। আক্রান্তরা সকলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ওই ৩জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ৪১৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।’
তিনি আরো বলেন, জেলার মোট ১ হাজার ৯১৬জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের মধ্যে বর্তমানে ২৯৭ জন এখও কোয়ারেন্টাইনে আছেন। ১৪দিনের সময়-সীমা শেষ হওয়ায়, বাকীরা কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।