মানিকগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, ৩ ওয়ার্ড লকডাউন

1290

 

শাহিন তারেক মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।এতে  লকডাউন ঘোষণা করা হয়ছে তিনটি ওয়ার্ড।


শুক্রবার( ১০ এপ্রিল)    শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এস এম ফিরোজ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বীর বাশাইল কলাবাগান এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ওই ইউনিয়নের  ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
এছাড়া শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান ও মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা আক্রান্ত  বীর বাসাইল গ্রামের আদম আলীর ছেলে মহিউদ্দিন।  তিনি গোপালগঞ্জ মুকসুদপুর থানার কনস্টেবল পদে চাকরি করেন।বর্তমানে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আইসোলেশন এর ইউনিট রাখা হয়েছে।