মানিকগঞ্জে করোনা সচেতনতায় একজন অমিতাভের নিঃস্বার্থ শ্রম

1896

শাহীন তারেক, মানিকগঞ্জ

জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা মূলক মাইকিং করে প্রশংসা যুগিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক গ্রামের অমিতাভ জমাদার।
সরকারের পাশাপাশি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন,অকারনে ঘুরা ফেরা করা যাবেনা এমনই শ্লোগান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন প্রতি দিন।


ব্যক্তি অমিতাভ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাই তার লক্ষ্য।
তিনি জানান, করোনা সম্পর্কে শহরের মানুষ সচেতন বেশী কিন্তু গ্রামের মানুষ তুলনামূলক কম তাই গ্রাম অঞ্চলে একাজ করছি।
তিনি জানান,করোনা ভাইরাস আসার পরেই, সাড়ে চার হাজার টাকা দিয়ে একটি হ্যান্ড মাইক কিনে মাইকিংয় করে জনগণের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি।

হাট বাজার বাস স্ট্যান্ড এলাকায় লোক সমাগম দেখলেই ছুটে যান অমিতাভ সচেতন করে তাদের।
দেশের এই দুর্যোগ মুহূর্তে তার এই ব্যক্তি প্রচেষ্টা গ্রামের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।