মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যাপক করোনায় আক্রান্ত

1042

শাহীন তারেক, মানিকগঞ্জ

মানিকগঞ্জেকর্ণেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক (ডাঃ মোতাহার হোসেন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ (বৃহস্পতিবার)সকালে কর্ণেল মালেক মেডিকেল কলেজেল অধ্যাপক ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান এবং মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই দুজনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি বর্তমানে ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের কোয়ারেন্টাইনে রাখার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একজনের দেহেও করোনার ভাইরাস শনাক্ত হয়নি। আক্রান্ত দুই চিকিৎসকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা ঢাকায় হযেছে বলে তাদের রিপোর্ট মানিকগঞ্জে নেই।

তিনি জানান এ পর্যন্ত জেলায় ৩৭৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।’

সরকারী তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১০ জন হলেও, গনমাধ্যমের হিসেব অনুযায়ী এই সংখ্যা হবে ১৩। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিঙ্গাইর উপজেলায় ৪ তাবলীগ জামাতের সদস্য ও ১ চিকিৎসকসহ ৬ জন, মানিকগঞ্জ সদর উপজেলায় ১ চিকিৎসক ৪ জন, শিবালয় উপজেলায় ২ জন এবং হরিরামপুর উপজেলায় ১জন। তবে ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়ার উপজেলার কেউ এখনও আক্রান্ত হয়নি।