মানিকগঞ্জে কর্মহীনদের পাশে আইনজীবী পরিবার

908

শাহীন তারেক,মানিকগঞ্জ

করোনা সংকটে গ্রামের কর্মহীনদের পাশে এসে দাঁড়ালেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং তাঁর পরিবার। এই পরিবারের চার ভাই ব্যাক্তিগত অর্থায়নে পাঁচ শতাধিক মানুষকে দিলেন খাদ্য সহায়তা। শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামে নিজেদের বাড়ির আঙ্গিনায় তারা কর্মহীনদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল, ডাল, তেল, লবণসহ দশ কেজি ওজনের খাদ্য সামগ্রির প্যাকেট দেওয়া হয় তাদের প্রত্যেককে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের দুদফায় নির্বাচিত সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা’র অন্য ৩ ভাই হলেন মানিকগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান আবু, রফিকুল ইসলাম দিলু ও আলি আজম চানু।

সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম বাদশা বলেন, আগামীতে নির্বাচনে প্রার্থী হওয়ার কোন পরিকল্পনা তাঁর বা তাঁর পরিবারের কারও নেই। এই দুর্যোগ মুহুর্তে সরকারের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁরা কর্মহীনদের পাঁশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, সামর্থ অনুযাযী সবাই এগিয়ে আসলে এই সংকট মোকাবিলা করা সহজ হবে।