মানিকগঞ্জে কেমিক্যাল মিশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

1138

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা কেমিক্যাল মিশিয়ে পাকানো ৫ হাজার কলা বিনষ্ট করা হয়েছে। আজ (শনিবার) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা ও কলা বিনষ্ট করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচা কলা পাকানোর হচ্ছে-এমন খবরের ভিত্তিতে তিনি সকাল ৯টার দিকে ওই বাজারে অভিযানে নামেন। অভিযানে কলা ব্যবসায়ী ও আইয়ুব আলীর আড়তে রাসায়নিক দ্রব্য মেশানো কাঁচা ও পাকা কলা পাওয়া যায়। একারণে, সাগর হোসেনকে ৪ হাজার এবং আইউব আলীকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, তাদের আড়তে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৫ হাজার কলা ধ্বংস করেন।

রমজানে কলার অতিরিক্ত চাহিদাকে পুজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী মানবদেহের জন্য অত্যন্ত বিপদজনক রাসায়নিক দ্রব্য মিশিয়ে রাতারাতি কাঁচা কলা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করে থাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং ৩৮-আনসার ব্যাটালিয়নের সদস্যরা।