মানিকগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

853

 

শাহীন তারেক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে লিপি আক্তার (২২) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিহতের শশুর বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের হাসমত খাঁ র মেয়ে।

চার বছর আগে গড়পাড়ার আলিনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিটন হোসেন (৩৪) এর সাথে তার বিয়ে হয়। লিপি ও লিটনের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান আছে।নিহত লিপি আক্তার লিটন হোসেনের দ্বিতীয় স্ত্রী। নিহতের স্বামী লিটন হোসেন বর্ডার গার্ড অব বাংলাদেশ-এ সৈনিক হিসেবে কর্মরত আছে। ঘটনার সময় সে নিজ কর্মস্থলে ছিলেন।

স্থানীয় রজ্জব আলী জানান, নিহতের শ্বশুরবাড়ীর লোকজনের সাথে সমাজের লোকজনের ওঠাবসা কম। লিপি গত দুইদিন যাবৎ ঘরে আটক ছিলো এবং খাওয়া দাওয়াও করেনি বলে শুনেছেন তিনি।

 সকালে লিপির শ্বাশুরি বিষপান অবস্থায় লিপিকে ঘরের বাইরে নিয়ে আসেন এবং দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

এদিকে বিষপান অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শাহারিয়ার লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হানিফ সরকার জানান, পারিবারিক কলহের জের ধরেই বিষপানে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, লাশটি ময়না তদন্তপূর্বক নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।