মানিকগঞ্জে টুটুলের অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা

984

শাহীন তারেক, মানিকগঞ্জ

আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলের অর্থায়নে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৪শত ৫০ দু:স্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার  সকালে বায়রা বাজার এলাকায় এই খাদ্য সহায়তা তুলে দেন বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলেীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন এবং এর সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব রক্ষা করেই এই সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান শফিউল আরেফীন টুটুল।