মানিকগঞ্জে টেলিফোন পেয়ে আট হাজার পরিবারের ত্রান পৌছে দেওয়া হয়েছে—- পানি সম্পদ সচিব

835

মানিকগঞ্জে টেলিফোন পেয়ে আট হাজার পরিবারের ত্রান পৌছে দেওয়া হয়েছে—- পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার
মানিকগঞ্জ প্রতিনিধি

পানি সম্পদ মন্ত্রনালয় সচিব কবির বিন-আনোয়ার বলেছেন, যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারেন না মানিকগঞ্জ জেলায় এমন আট হাজার লোকের টেলিফোন পেয়ে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
মানিকগঞ্জ জেলায় এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আরো ৭শ’ মেট্রিকটন খাদ্য মজুদ রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলায় আরো ৫২ হাজার পরিবারে নগদ আড়াই হাজার টাকা করে দেয়ার প্রস্ততি চলছে।

সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেড়শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ২শ টাকা করে নগদ ও ৬০ পরিবারের মধ্যে শিশু খাদ্য বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, বাপাউবি মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ।