মানিকগঞ্জে ট্রলিচাপায় মোটরসাইকের আরোহী নিহত

965

ছবি : স্ত্রী ও কন্যার সাথে  বিল্টুর ছবি এখন স্মৃতি

মানিকগঞ্জ প্রতিনিধি  : মানিকগঞ্জের দৌলতপুরে মালবাহী ট্রলিচাপায় আব্দুল কাদের বিল্টু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার কালিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্টু মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিমদাশড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, নিহত ওই ব্যক্তি মানিকগঞ্জ শহরের ফারুক এন্টারপ্রাইজের ম্যানেজার ছিলেন। ভোরে টাঙ্গাইলের নাগরপুর থেকে ব্যবসা প্রতিষ্ঠানের পাওনা টাকা নিয়ে তিনি মানিকগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে কালিবাড়ি মোড়ে একটি মালবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারমৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান