শাহীন তারেক,মানিকগঞ্জ:
মানিকগন্জে অসহায় ও দূস্থ্য পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করলো নগর ছাত্র দল।আজ মানিকগন্জ পৌরসভার বিভিন্ন এলাকায় নগরছাত্রদলের সভাপতি প্রার্থী জান্নাতুল ফেরদৌস অনিকের নেতৃত্বে এ কর্মসূচী পালন করেন।এ সমর আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক ইন্জিনিয়ার রেজাউল ইসলাম, যুগ্নসম্পাদক আলো আমিন,সাবেক আইন বিষয়ক সম্পাদক রাসেল মান্নান রনি,সহপাঠাগার সম্পাদক আলো আমিন সরকার,ছাত্রদলনেতা রুবেল ইসলাম,সেলিম মোল্লা,সাগর খান প্রমূখ।