মানিকগঞ্জে নারীসহ আরও ৮জন করোনায় আক্রান্ত

838

 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জ ১ নারীসহ আরও ৮জন করোনায় আক্রান্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪০জন। এদের মধ্যে মধ্যে সাটুরিয়া উপজেলায় ৫জন এবং ঘিওর উপজেলার ১ নারীসহ ৩ জন।

আজ (শনিবার) বিকেলে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১৩২৪ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।