মানিকগঞ্জে নারী চিকিৎসকসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

951

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে এক নারী চিকিৎসকসহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বেসরকারীভাবে ১৮ জন। এর মধ্যে তিনজন চিকিৎসক রয়েছে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
ডা. আখন্দ বলেন, আক্রান্ত ওই নারী চিকিৎসক একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। অন্য দুইজন একই পরিবারের। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলা শহরে। ওই পরিবারের আরো এক নারীর দেহে কয়েক দিন আগে করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, আক্রান্ত সবাইকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় তিনজনের পজেটিভ আসে। এ পর্যন্ত জেলায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা ধরা পড়ে।