মানিকগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১ আহত ৩

895

জ. ই. আকাশ, হরিরামপুর:

মানিকগঞ্জের হরিরামপুরে বন্ধুদের সাথে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে রাশেদুল ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্র। শনিবার (০৯ মে ২০২০) বিকালে এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পদ্মার দুর্গম চরাঞ্চল হালুয়াঘাটার খড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় নটাখোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন আনুমানিক দুপুর ৩ টার দিকে রাশেদুল তার তিন বন্ধুর সাথে পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। নৌকায় হঠাৎ বজ্রপাত হলে সবাই জ্ঞান হারায়। পরে তিনজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা রাসেদুলকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুর্শিদা খাতুন জানান, ‘ঘটনার কয়েক ঘন্টার পর রাশেদুলকে হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে সে মারা সে যায়। পরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।