মানিকগঞ্জে পাঁচশ পরিবারকে খাদ্য সহায়তা দিলো রেড ক্রিসেন্ট সোসাইটি

983

 

শাহীন তারেক,মানিকগঞ্জ

মানিকগঞ্জে কর্মহীন দু:স্থ্য পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার জেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব রেখে প্রত্যেক পরিবারকে চাল, ডাল , তেলসহ ১২ কেজি খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।

খাদ্য সহায়তা বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেরা রেড ক্রিসেন্টের সেক্রেটারী ইসরাফিল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান হাসিবুল হাসান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোমেজা আক্তার মাহিন প্রমূখ।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছেন মানুষজন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পাশাপাশি দলীয়ভাবে কর্মহীনদের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমান সরকারের সময় কোন মানুষ না খেয়ে মারা যাবে না। আপনারা বাড়িতে থাকুন আপনাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা বাড়িতে পৌছে দিবো।