মানিকগঞ্জে পুলিশ ও সাংবাদিকদের পিপিই দিয়েছে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড

738

শাহীন তারেক, মানিকগঞ্জ: নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে মানিকগঞ্জের পুলিশ ও সাংবাদিকদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

সোমবার  দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ও মানিকগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে এই পিপিই হস্তান্তর করেন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি গোলাম ছারোয়ার ছানু পিপিই গ্রহণ করেন।

এছাড়া, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে হরিরামপুর উপজেলার লকডাউন ঘোষিত গ্রামের ১শত দু:স্থ পরিবারকে মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হযেছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিসেস সারওয়াত চৌধুরী ডোরা এবং প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী বলেন, এই দুর্যোগ মোকাবেলায় তাদের প্রতিষ্ঠান সবসময় দু:স্থ ব্যক্তিদের পাশে থাকবে। মানিকগঞ্জের প্রতিটি থানার পুলিশসহ মোট ৫শত পিপিই দেওয়া হবে।