শাহীন তারেক মানিকগঞ্জ
মানিকগঞ্জ পুলিশ সুপার মোঃ রিফাত রহমান শামীম এর উদ্যোগে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জন্য থার্মাল স্ক্যানার প্রদান করেছেন ।
রবিবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার মোঃ রিফাত রহমান শামীম সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব সাগ্রমী তুলে দেন।
পুলিশ সুপার জানান, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য ৫০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকদের জন্য ২০টি পিপিই প্রদান করা হয়েছে। এছাড়াও সাত উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের জন্য সাতটি থার্মাল স্ক্যানার দেয়া হয়েছে। সেই সাথে হ্যান্ডগ্লাভস ও মাস্ক প্রদান করা হয়েছে।