মানিকগঞ্জে বিসিবির খাদ্য সহায়তা

872

 

শাহীন তারেক, মানিকগঞ্জ

মানিকগঞ্জের বিসিবির উদ্যোগে ১৫০ জন দুঃস্থ খেলোয়ার ও তাঁদের পরিবারকে খাদ্যসাহয়াতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসহায়তা দেন বিসিবির পরিচালক এবং মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব সাহা,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলার সানোয়ার ছানু,যুবলীগের জেলা আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা,যুবলীগের সদস্য সচিব মাহাবুবুর রহমান জনি প্রমূখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নাঈমুর রহমান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে এই করোনা পরিস্থিতিতে দুস্থ খেলোয়াড় ও তাঁদের পরিবারকে খাদ্যসহায়তায় বিসিবি কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সকল বিত্তবান ব্যক্তিকে দুস্থদের পাশে এগিয়ে আসার আহ্বান করেন।
পরে ঘিওর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় কর্মহীন ৮৫০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেন সাংসদ নাঈমুর রহমান দুর্জয়। এসব খাদ্যসহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ ও সাবান।