মানিকগঞ্জে ভ্রাম্যমান শ্রমিক রোজাদারদের মাঝে সেহেরী বিতরণ করলেন কাউন্সিলর

980

শাহীন তারেক,মানিকগঞ্জ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে শ্রমিকের হাট রয়েছে। এসব শ্রমিক দেশের বিভিন্ন স্থাান থেকে মানিকগঞ্জে এসেছেন কর্মসংস্থাানের জন্য । হোটেল রেষ্টুরেন্ট বন্ধ থাকায় রোজা শুরু হলেও সেহরি করতে পারছে না এসব শ্রমিকরা। রোজার প্রথম দিন থেকেই এসব ভাসমান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার। সেহরির ঠিক আগ মুহুর্তেই এসব শ্রমিকদের জন্য রান্না করার খাবার নিজ হাতে পৌছে দিচ্ছেন কাউন্সিলর সুভাষ সরকার।

 

মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গড়ে প্রতিদিন দেড়শ থেকে দুইশ ভাসমান শ্রমিক রাত্রীযাপন করেন। এদের মধ্যে অধিকাংশ শ্রমিকের এখন কোনো কাজ নেই। কিন্তু সেহরী করতে পারেন না বলে অনেক শ্রমিক রোজা রাখতে পারেন না। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নিজের অর্থায়নে রোজার শুরু থেকে এসব শ্রমিকদের জন্য রান্না করা খাবার বিতরন করা হচ্ছে। এই কার্যক্রম রোজার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। তিনি আরো বলেন পৌর এলাকায় সেহরীর খাওয়ার জন্য কেউ যদি তাকে মোবাইল করেন , তবে তাদের ঘরে তিনি খাবার পৌছে দিবেন ।

সুভাষ সরকারের এই কার্যক্রমে সহযোগিতা করছেন মানিকগঞ্জ পৌর সভার কাউন্সিলর জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার মনা, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম সুমন, পাপ্পু ঘোষ প্রমূখ।