মানিকগঞ্জে মমতাজ এমপির পক্ষ থেকে খাদ্য সহায়তা

987

শাহীন তারেক,মানিকগঞ্জ
মানিকগঞ্জ -২ আসনের এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগমের পক্ষথেকে তিন শতাধিক কর্মহীন মহিলাদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা।
মঙ্গলবার  দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল,হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউপি প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল ডাল,আলু পিয়াজ ও লবন বিতরণ করা হয়।কিছু সংখ্যক ব্যক্তিকে তিনি নিজ হাতে এ খাদ্য সামগ্রী তুলেদেন।অন্যদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যি এলাকার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
খাদ্যসহায়তা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন পুটাইল ইউপি চেয়ার ম্যান আব্দুল জলিল মোল্লা, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপি ও ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী,৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আরশে আলী, তোফাজ্জল তোসেন টুচুল মেম্বার,মোঃ নাজিম উদ্দিন মেম্বার প্রমূখ।

ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা জানান, তিন শতাধিক ব্যক্তিকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।এই কার্যক্রম অব্যাহত থাকবে।