মিরর প্রতিনিধি, মানিকগঞ্জ : মহানবী(সা.) নিয়ে ফেসবুকে কটুক্তিকারী গ্রেফতারকৃত রনি চন্দ্র মনিদাস (২২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সোহেল রানা তালুকদার জানান।
তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের অজিত্র মনিদাসের পুত্র।
এদিকে, মামলার অপর আসামি সঞ্জয় কুমার সরকারকে (২৭) সোমবার সকাল ১০টার দিকে তার নিজ এলাকা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের রাজকুমার সরকারের পুত্র।
পুলিশ জানায়, মহানবীকে (সা.) নিয়ে কটুক্তিকারী মূলহোতা রনি চন্দ্র মনিদাসের ফেসবুক স্ট্যাটাসের সমর্থন জানিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সঞ্জয় সরকার। এ নিয়ে সিংগাইরের ধর্মপ্রাণ মুসলমানরা দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদি হয়ে রনি ও সঞ্জয়কে আসামি করে সিংগাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। যার নং-০১ তারিখ-০৩-০৫-২০২০ ইং।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, চাঞ্চল্যকর এ মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে
সুত্র : নয়াদিগন্ত