মিরর প্রতিনিধি মানিকগঞ্জ :
নতুন করে আরও ২৭ জনসহ মানিকগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৩০জন।
নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০ জন, ঘিওর উপজেলায় ৪ জন, হরিরামপুর উপজেলায় ৪ জন, সাটুরিয়া উপজেলায় ৩ জন ও দৌলতপুর উপজেলায় ৩ জন, সিংগাইর উপজেলায় ২ জন ও শিবালয় উপজেলায় রয়েছেন একজন।
বৃহস্পতিবার(১৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।
তিনি বলেন,গতকাল রাতে ২০৫ টি রিপোর্ট পাওয়ার গেছে। এর মধ্যে ২৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং বাকি ১৭৮ জনের নেগিটিভ রিপোর্ট পাওয়া গেছে।এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা হয়েছে ৪৩০ জন। সদর উপজেলায় ১২২ জন,সাটুরিয়া উপজেলায় ৮৪ জন,সিংগাইর উপজেলায় ৮২ জন,ঘিওর উপজেলায় ৫৯ জন,হরিরামপুর উপজেলায় ৩৭জন,শিবালয় উপজেলায় ২৮ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছে ১৪ জন।