মানিকগঞ্জে মোবাইল প্রেমে ইজ্জত হারালো স্কুল ছাত্রী

2283

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার  সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত প্রেমিক হলেন- উপজেলার তিল্লির চর  গ্রামের সরধন আলীর ছেলে মো. স্বপন মিয়া (২০)।
জানা যায়, উপজেলার কালিকাবাড়ি এলাকার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে মো. স্বপন মিয়া নামে এক কলেজছাত্রের মোবাইল ফোনে পরিচয় হয়।
মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তারা ওই ছাত্রীর বাড়ির পাশে দেখা করেন। পরে ওই ছাত্রীকে পাশের একটি কলাবাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে ধর্ষক পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সাটুরিয়া থানায় অভিযোগ করেন।
তিল্লি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. শুকুর আলী বলেন, বিষয়টি সালিসে মীমাংসা না হওয়ায় ধর্ষিতার পরিবারকে আইনী পরামর্শ নিতে বলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি বলেন, অভিযোগ পেয়েছি। ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।