মানিকগঞ্জে যানবাহনে জীবানুনাশক স্প্রে যুবদলের

1072

 

শাহীন তারেক, মানিকগঞ্জ

কোভিট ১৯ করোনা প্রতিরোধে মানিকগন্জে যুবদলের উদ্যোগে বালিরটেক-গাবতলী সড়কের বেতিলা মোড়ে চলমান প্রতিটি যানবাহনগুলোতে জীবানুনাশক স্প্রে কার্ষক্রম পরিচালনা করেন।

গতকাল জেলা যুবদলের নেতা সিদ্দিকুর রহমান চান মিয়া ও রমজান আলীর নেতৃত্বে এ কর্মসূচী পরিচালনা করেন।
যুবদলের নতা বলেন এসময় কিছু মানুষ ত্রান বিতরন নিয়ে ব্যাস্ত তাই আমরা করোনার হাত থেকে বাচতে চলমান গাড়ীগুলোতে জীবানুনাশক ঔযধ দিচ্ছি।াগাড়ী এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে এতে করোনা ছড়ানোর ঝুঁকি বেশী তাই আমরা এ কর্মসূচী অব্যহত রাখবো।