মানিকগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে ৫শত অস্বচ্ছল পরিবারকে খাদ্যসহায়তা

936

শাহীন তারেক,মানিকগঞ্জ

মানিকগঞ্জে যুবলীগ নেতা মাহবুবুল আলম সুমন ও মিঠু রায়ের উদ্যোগে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৫শত অসচ্ছল পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা শহরের দাশড়া কালীখোলা মন্দির থেকে এই চাল বিতরণ করা হয়। ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ওই সব অঞ্চলের প্রতিনিধিদের হাতে এই চাল তুলে দেওয়া হয়।সামাজিক ও শারীরিক দুরত্ব রক্ষা করতেই তারা প্রতিনিধিদের হাতে এই সহায়তা তুলে দেন বলেন জানান জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম সুমন।তিনি জানান, প্রতিনিধিরা অস্বচ্ছল ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে এই চাল দেওয়া হবে।

চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুকুমার কুমার পাল নিমাই, সভাপতি বাসুদেব সাহা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম পারভেজ ও পৌর যুবলীগ নেতা সামিউল আলম রনিসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।