মিরর প্রতিনিধি মানিকগঞ্জ :
মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১২৮ জন। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। অন্যদিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনাআইসোলেশন ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারা মারা গেছেন।মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে শিবালয় উপজেলায় ১ জন সাংবাদিক, মানিকগঞ্জ সদর উপজেলায় ২ নারীসহ ৪ জন ও সিংগাইর উপজেলায় ১ জন রয়েছেন।