মানিকগঞ্জে সাংবাদিকের পিতার পরলোকগমন

742

শাহীন তারেক,মানিকগঞ্জ

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সিঙ্গাইর প্রতিনিধি সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তীর পিতা সুবোধ চক্রবর্তী বার্ধক্যজনিতকারণে বুধবার সকালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে স্বর্গীয় সুবোধ চক্রবর্তীর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৪ছেলে ২ মেয়ে রেখে গেছেন। নিজ বাড়িতে বিকেলে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিকের পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস।