শাহীন তারেক মানিকগঞ্জ:
ব্যক্তিগত উদ্যোগে মানিকগঞ্জের কর্মহীন ব্যক্তিদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রমজান আলী। আজ (শনিবার) পৌর এলাকার বড়সরুন্ডী আমবাগানে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি চাল ও আটা বিতরণ করেন। তিনি কিছু সংখ্যক ব্যক্তিকে নিজ হাতে তুলে দেন এবং অন্যদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার প্রতিনিধিদের হাতে তুলে দেন। ৪ হাজার ব্যক্তিকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই খাদ্যসহায়তা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর শেখ এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সলর মীর জাহিদ হোসেন। করোনা ভাইরাসের কারনে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ পৌরসভা