মানিকগঞ্জে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত,সাত বাড়ি লকডাউন

1947

শাহীন তারেক মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান রফিকুল করোনায় আক্রান্ত হয়েছেন। ঐবাড়ির আশপাশের সাতটি পরিবার লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

তার বাড়ি উপজেলার পয়লা ইউনিয়নের কান্দাকুষ্টিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমেন চৌধুরী জানান, সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। মঙ্গলবার তার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশনে রাখা হয়েছে।
বুধবার হাসপাতালে কর্মরত তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এ বিষয়ে নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশনে রাখা হয়েছে।