মানিকগঞ্জে স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে হামলার শিকার হলেন  দিনমজুর আমজাদ

846

শাহীন তারেক,মানিকগঞ্জ

করোনার সংক্রমন প্রতিরোধে বহিরাগতদের এলাকায় প্রবেশে নিষেধ করায়, একজন দিনমজুরকে মারধর করেছে বহিরাগত যুবকরা। শনিবার  রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট মুকদমপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এলাকার যুব সমাজ ও সচেতন জনগনকে নিয়ে শুরু থেকেই কাজ করে আসছিলেন হামলার শিকার আমজাদ আলী ।

রাত আনুমানিক ৮ টার দিকে, বহিরাগত যুবকরা সংঘবদ্ধভাবে অনধিকার ভাবে মুকদমপাড়া গ্রামে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাঁধা দেওয়ায় আমজাদ আলী হামলার শিকার হয়েছেন বলে জানান এলাকাবাসী।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, এ ঘটনায় আমজাদ আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।