মানিকগঞ্জে ৫ শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ ছাত্রদলের

782

শাহীন তারেক, মানিকগঞ্জ
করোনা ভাইরাসের সংক্রমনরোধে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ৫ শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালে জেলা শহরের বান্দুটিয়া, শাইলিপাড়া, কান্দাপৌলী, পৌলী বাজার এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করে জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব। মাস্ক বিতরণের পাশাপাশি ওইসব এলাকায় জীবানুনাশক ঔষুধ ছিটানো হয়। জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক জুয়েল ভূঁইয়া ও শরিফুল ইসলাম পাখি, শহীদ জিয়া ছাত্র পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক আবুল বাসার ভূঁইয়াসহ জেলা ছাত্রদল, সরকারী দেবেন্দ্র কলেজ ও নগর ছাত্রদলের নেতা-কর্মীরা এই কাজে সহায়তা দেয়।

আগামী কয়েকদিনে মধ্যেই জেলা ছাত্রদলের উদ্যোগে দু:স্থ ব্যক্তিদের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হবে বলে জানায় সংগঠনটির সভাপতি রেজাউল ইসলাম খান সজিব।